শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন l

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২১

শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন l

যশোর অফিসঃ যশোরের শার্শার আব্দুল মজিদ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) রাত ১১ টার সময় উপজেলার অগ্রভুলোট গ্রামে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) এর ছুড়া বল্লমের আঘাতে তিনি নিহত হন বলে জানান স্থানীয়রা।
নিহত মজিদ উপজেলার অগ্রভুলোট গ্রামের
গফুর সর্দারের ছেলে।

ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাতে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ারের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘাতক দেলোয়ার দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। সে একই গ্রামের
মতিয়ার রহমানের ছেলে।
এঘটনায় শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মাসুম বিল্লাহ।
আর লাশ মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
আইসি ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোটে একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest