পঞ্চগড়ের বোদায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু l

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় চন্দনা রানী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক স্বামী সুমন চন্দ্র রায় আহত হয়েছেন।

সোমবার (২৪ মে) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত চন্দনা রানী তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ গ্রামের সুমন চন্দ্রর স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানায় স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বাবার বাড়ি ডোমারে যাচ্ছিলেন চন্দনা রানী। একসময় সাকোয়া বাজারে একটি ট্রাক্টরকে অভারটেক করতে গেলে চন্দনা রানী রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে একটি ট্রাক্টর এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest