রাজশাহীর কাকনহাটে ২০ টন সরকারী গম জব্দ, সেই আতা আটক l

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

রাজশাহীর কাকনহাটে ২০ টন সরকারী গম জব্দ, সেই আতা আটক l

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা এলাকার বর্তমান মেয়রের কাছের লোক হিসেবে পরিচিত আতাউর রহমান আতার বাড়ির সামনে থেকে ৪০০ বস্তায় ২০ টন সরকারী গম জব্দের ঘটনায় আতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নওগাঁ সদর উপজেলা থেকে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে আতাকে আটক করে। ঘটনার পর থেকেই আতা পলাতক ছিল। এ ঘটনায় ১০-১৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই প্রথম কোনো আসামী আটক হলো।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, আতাকে নওগাঁ সদর উপজেলা থেকে গভীর রাতে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ দিবাগত রাতে কাকনহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড রসুলপুর দিঘিপাড়ায় অবস্থিত আতাউর রহমান আতার বাড়ির সামনে থেকে গমগুলো উদ্ধার করা হয়। আতা গমগুলো তার নিজের ও বৈধ দাবি করে। কিন্ত থানা পুলিশের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেনি। আতাউর রহমান আতা সরকারী দল আ’লীগ ঘেঁষা বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমান মেয়রের সাথেও তার ভালো সখ্যতা রয়েছে। এ ঘটনার পর থেকে আতা গা ঢাকা দিয়েছিল৷ গোদাগাড়ী উপজেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে এই গমের বস্তাসহ ৪টি ট্রলি আটক করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest