ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২১
হাবিবুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫ তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল আজিজের বাবা মো: ইয়াকুব আলীকে (৬০) খুনের অভিযোগ উঠেছে।
বুধবার (২রা জুন) সকালে বাড়ির উঠোনে নিহত ইয়াকুব আলীর লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। নিহত ইয়াকুব আলীর বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ী গ্রামের উত্তর পাড়ায়। এই ঘটনায় নিহতের ছেলে শাহরিয়ার আজিজ বলেন, কিছুদিন থেকেই জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের সাথে
বিরোধ চলছিলো আমাদের। এই বিরোধের জেরে গত ২৮শে মে প্রতিপক্ষের ৫-৬ জন মাকে বাড়িতে একা পেয়ে কুপিয়ে যখম করে। আমার মা এখনো হাসপাতালে রয়েছে। এই ঘটনায় দিনাজপুর চিরিরবন্দর থানায় আমরা একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকেই তারা আমাদের খুনের হুমকি দিয়ে আসছিলো। আমি বিশ্ববিদ্যালয় এবং মা হাসপাতালে থাকায় বাবা একাই বাসায় ছিলো। এই সুযোগেই বাবাকে হত্যা করে খুনীরা। খুনের পর বাবার লাশ বাড়ির উঠোনে গাছের সাথে ঝুলিয়ে দেয়,যেনো এটাকে আত্মহত্যা বলে সন্দেহ হয়।
এ ব্যাপারে দিনাজপুর চিরিরবন্দর থানার ওসি হারিসুল ইসলাম বলেন, আমরা লাশ ময়নাতদন্দের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত আসামীরা এখনো পলাতক রয়েছে। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।
এই ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST