বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের মাঝে করোনা উপকরন ও খাবার বিতরণ l

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

এসএম স্বপন(যশোর)অফিসঃ “যাত্রী সেবায়” বেনাপোল ইমিগ্রেশনের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে যশোর জেলা পুলিশের সৌজন্যে ভারত ফেরত যাত্রীদের মাঝে শুকনা খাবার ও করোনা উপকরন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে ভারত ফেরত যাত্রীদের মাঝে ফ্রি শুকনা খাবার, ফল ও পানি বিতরন করা হয়।
সেই সাথে মাস্ক সহ করোনার অন্যান্য উপকরন সামগ্রীও বিতরন করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের জন্যে একটি ঝুঁড়িতে রয়েছে কলা, আপেল, কেক, চকলেট, বিস্কুট ও পানি।
আর একটি প্লাকার্ডে লেখা রয়েছে ভারত থেকে আগত সম্মানিত যাত্রী আপনাদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সংগ্রহ করুন। যাত্রীরা এ নান্দনিক আয়োজনে খুশি।

আজ সকালে ভারত ফেরত যাত্রীদের এ আয়োজনে উপস্থিত ছিলেন, যশোর নাভারণ সার্কেল এএসপি (সহকারী পুলিশ কামিশনার) জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest