হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজনের মৃত্যু ll

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজনের মৃত্যু  ll

নূর মোহাম্মদ উজ্জ্বল উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফ্যানে তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৬ টার দিকে উপজেলার দইখাওয়া বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো.আব্দুর রহমান (৫০) ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। সে জমি চাষ করা পাওয়ার টিলার এর চালক ছিলেন।

স্থানীয়রা জানায়,আজ বিকেলে নিজ বাড়িতে ঘরের ভেতরে বৈদ্যুতিক ফ্যানে তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ইউপি) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest