মধুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা l

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভা কক্ষে শনিবার (১৯ জুন) সকাল ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।”বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা “এ শ্লোগানকে
সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী রবিবার ২০ জুন দেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। ভুমিহীন ও অসহায় পরিবারের স্থায়ী ঠিকানা হিসাবে ও আত্ম মর্যাদা বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রী দেশব্যাপি এ কার্যক্রম হাতে নেন। ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন। দ্বিতীয়ধাপে মধুপুর উপজেলায় ২০০টি পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে ২০টি পরিবারের মাঝে পাকা বাড়ী বিতরণ করা হবে। প্রতিটি পাকা বাড়ী নির্মাণ কাজে শতভাগ উন্নতমানের উপকরন ব্যবহার করে টেকসই মজবুত বাড়ী নির্মাণ করা হয়েছে। এই গৃহ নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম. এ. করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা এলইজিডি প্রকৌশলী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest