ফুটবল তারকা মেসির-৩৪তম জন্মদিন পালন পটুয়াখালীর দুমকিতে।

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

ফুটবল তারকা মেসির-৩৪তম জন্মদিন পালন পটুয়াখালীর দুমকিতে।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ৩৪-তম জন্মদিন ছিল গতকাল ২৪ জুন বৃহস্পতিবার।
পটুয়াখালীর দুমকিতে প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন ও বার্সেলোনার ভক্তরা র্যালী ও কেক কাটার আয়োজন করে।
আয়োজকরা সৃজনী স্কুল এন্ড কলেজ থেকে বিশাল একটি রেলি বের করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে,দুমকি নতুন বাজার, থানা ব্রিজ ও দুমকি বাজার হয়ে একই স্থানে এসে শেষ করে।
রেলিতে মেসি কে উৎসর্গ করে বিভিন্ন রকমের স্লোগান দেয় মেসি ভক্তরা, এ সময় তারা আর্জেন্টাইন জার্সি, মোটরসাইকেল, বাঁশি রং ব্যবহার করে।
পরে তারা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। তবে অনেক আর্জেন্টাইন ভক্ত অনুষ্ঠানে অংশ নিতে না পেরে মন খারাপ করে আছে বলে জানা গেছে।


alokito tv

Pin It on Pinterest