ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। —
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রংপুরের পরিচিত মুখ সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক কবি-লেখক প্রকাশক জয়িতা নাসরিন নাজের পরামর্শে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ঐতিহাসিক রাজা বিরাটের এলাকা পরিদর্শন।
এখানকার বর্দ্ধনকুঠি ঘিরে অনেক গল্প কথা ইতিহাস বিদ্যমান পাশে রয়েছে হাতী শালা, বাইজিঘর,বিচার শালিশ ঘর, রক্ত সাগর, নীল সাগর,সহ বিশাল বিশাল দিঘী ও সরবর একেকটি দিঘি ৮০ বিঘা ১০০ বিঘা জমির উপর ।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ করোনার এই দূর্যোগ কালিন সময়ে পেড়িয়ে গেলেই সাফল্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।
সময়কাল, যথাসময়ে জানিয়ে দেয়া হবে সকল কবি-লেখক বন্ধুগনকে, গতকাল অনুষ্ঠান স্থল পরিদর্শন কালে সাথে ছিলেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি কবি এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবীর, ও কবি গীতিকার সুরকার মানবতার কল্যাণ ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসানুল হাবিব মন্ডল প্রমুখ।
উল্লেখ্য সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রকাশনা সাফল্য ম্যাগাজিনটি কবি আহসানুল হাবিব মন্ডলকে উপহার হিসেবে প্রদান করা হয় ।
দেশবরেণ্য কবি-লেখকদের মিলনমেলায় পরিনত হবে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বর্দধনকুঠি এলাকা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST