নরসিংদী টংগী মহাসড়কে মিলল ২ কিশোরের মরদেহ l

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

নরসিংদী টংগী মহাসড়কে মিলল ২ কিশোরের মরদেহ l

সরসিংদী প্রতিনিধী : নরসিংদীর ঘোড়াশাল টংগী মহাসড়ক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১ টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা এলাকায় ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ- পরিদর্শক জহিরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। মারা যাওয়া কিশোরদের আনুমানিক বয়স ১২ ও ১৪ বছর।

পুলিশ জানায়, রাতে সড়কের মাঝে মরদেহ দুটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, মরদেহগুলোর সাথে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা দুইজন বাইসাইকেল যোগে সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ভারী কোন যানবাহন তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest