লকডাউন বাস্তবায়নে দিনাজপুরে কঠোর অবস্থানে সেনাবহিনী

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

লকডাউন বাস্তবায়নে দিনাজপুরে কঠোর অবস্থানে সেনাবহিনী

রাকিবুল ইসলাম-দিনাজপুর:
মেজর আব্দুল্লাহ আল ইমরান বলেছেন সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনার উর্ধ্বগতি নিয়ন্ত্রনে আনতে বিধি নিষেধ বাস্তবায়নে বুধবার থেকে আরো কঠোর পদ্ধতি অবলম্বন করা হবে ।পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের বরাদ্দকৃত খাবারের টাকা বাঁচিয়ে লকডাউনে কর্মহীন মানুষদের ত্রান সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি ।অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত দিনাজপুরের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান অতিথি মেজর আব্দুল্লাহ আল ইমরান ।
দিনাজপুরে করোনা আক্রান্তের হার বেশি হওয়ায় লকডাউন বাস্তবায়নে জনসাধারনের সহযোগিতা কামনা করেন তিনি ।তিনি আরো বলেন বিধি নিষেধ অমান্য করে শহরের বিভিন্ন দোকানপাটগুলো খোলা রাখা হচ্ছে ।করোনা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বিধি নিষেধ অমান্যকারীদের জরিমানার পাশাপাশি কঠোর নিদের্শনা দেওয়া হবে বলে এসময় জানান তিনি ।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা,প্রেসক্লাব সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest