ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে সরকারের নিদের্শনা অমান্য করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহনকালে উপজেলার বৃহৎ শালবাহান হাট ইজারাদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্য করে পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে শালবাহান দাখিল মাদ্রাসা মাঠে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহণ করছিলেন শালবাহান হাট ইজারাদার। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
এছাড়া অপর একজন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফজলুর রহমান লিটনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST