ফটিকছড়িতে দ্বিতীয় দাফে শুরু হলো টিকাদান কর্মসূচী

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

ফটিকছড়িতে দ্বিতীয় দাফে শুরু হলো টিকাদান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ফটিকছড়ি উপজেলায় দ্বিতীয় দাফে চীনের তৈরি সিনোফার্মের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩জুলাই) সকালে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরীর সভাপতিত্বে এক সচেতনতা মূলক সভা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন নবাগত ইউএনও মোঃ মহিনুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজুদ্দৌল্লাহ।
বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ডাঃ আব্দুল বাসেত হাসান, সাংবাদিক বিশ্বজিৎ রাহা প্রমূখ।

সভায় বলা হয়- ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন; তারাই এখন অগ্ৰাধিকার পাবেন। এছাড়া ৩৫ বছরের উপরে যাদের বয়স; তারা সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যারা অ্যাপস থেকে এসএমএস পাবেন; শুধু তারাই সিডিউল মতে টিকা গ্ৰহণে যেতে হবে। এই পর্যায়ে চীনের সিনোফার্ম-এর Vero Cell ভ্যাকসিন প্রদান করা হবে।
প্রবাসী যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট তারিখে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এসএমএস ছাড়া ভ্যাকসিন প্রদান করা হবে না। সাধারণত কোন ব্যক্তির ভ্যাকসিন গ্রহণের নির্দিষ্ট তারিখের আগের দিন তাঁকে এসএমএস প্রেরণ করা হবে। যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন তারা আগে এসএমএস পাবেন। রেজিষ্ট্রেশন করেও এসএমএস না পাওয়ায় বিচলিত হবেন না।

উল্লেখ্য, ফটিকছড়িতে চীনের তৈরি সিনোফার্মের ৬৫০০ ডোজ টিকা এসেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest