বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

বাংলাদেশের বিপক্ষে টানা তিন হারের পর অবশেষে কষ্টার্জিত জয় পেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে তিন উইকেটে জিতেছে অজিরা। এই জয়ে সিরিজের সমীকরণ ৩-১ করেছে সফরকারীরা। সিরিজে শেষ টি-টোয়েন্টি আগামী ৯ আগস্ট।

আজও লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাথু ওয়েডরা। আজকের লক্ষ্য যদিও অন্যান্য ম্যাচের চেয়ে কমই ছিল। শুরুটা ভালো করলেও মাঝে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। সেখান থেকে দলকে উদ্ধার করেন অ্যাগার এবং টার্নার। দুজনে মিলে ৩৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষ দিকে গিয়ে ২৭ বলে ২৭ করে আউট হন অ্যাগার।

এর আগে অজিদের আগের ম্যাচগুলোর ব্যাটিং নায়ক মার্শকে বোল্ড করেন মেহেদী। অফস্টাম্পে ফুললেংথে পড়া বলটা ঢুকে গেছে মার্শের রক্ষণ ভেদ করে। নন স্ট্রাইকে থেকেও সাকিবের কৌশলে মোয়েজেস হেনরিকেসকে ফিরতে হলো তাই রান-আউট হয়ে।

এদিকে বেন ম্যাকডারমটকে এলবিডব্লু করেন নাসুম আহমেদ। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন ম্যাকডারমট। পরের ওভার মোস্তাফিজ ফিরিয়েছেন ড্যান ক্রিস্টিয়ানকে। জায়গা বানিয়ে টেনে মারতে গিয়ে কাভার পয়েন্টে ধরা পড়েছেন ১৫ বলে ৩৯ রান করা ক্রিস্টিয়ান। এদিকে আজও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক ওয়েড। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মেহেদীর বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।


alokito tv

Pin It on Pinterest