অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ

শোকাবহ আগস্টে দারুণ এক অর্জনের মধ্য দিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট। প্রথমবারের মতো অজিদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচের পর আজ (সোমবার) বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পুরো দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারকে সিরিজ জয় উৎসর্গ করেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে সিরিজের ট্রফি নেয়ার আগে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘শোকের মাস আগস্টে এই জয় জাতির পিতা ও তার পরিবারকে উৎসর্গ করছি।’

পাঁচ ম্যাচের চারটিতে দারুণ বোলিং করে স্বাগতিকরা। ঐতিহাসিক সিরিজটিতে পঞ্চম ম্যাচে বাংলাদেশের বোলিং হয়েছে আরও দুর্দান্ত। প্রতিপক্ষকে ৬২ রানে গুটিয়ে দিয়েছে মাহমুদউল্লাহরা।

মিরপুরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৩.৪ ওভারে। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে বাংলাদেশ জিতেছে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest