ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
আল-কারিয়া চৌধুরী, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নওদা সরদারপাড়া এলাক থেকে এই দম্পতিকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৮৯০ পিচ এ্যাম্পল উদ্ধার করা হয়।
আটককৃত দম্পতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চেংগ্রামের রহিম মন্ডলের ছেলে রবিউল ও তার স্ত্রী মিতু আক্তার (২৮)।
আটক হওয়া দম্পতি উদ্ধারকৃত এ্যাম্পলগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি থানার (ওসি) মনসুর রহমানের নির্দেশনায় এস,আই,হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নওদা সরদারপাড়া এলাকা থেকে এই দম্পতিকে আটক করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST