আইপিএল শুরুর আগেই নতুন ঝামেলায় ধোনির চেন্নাই

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

আইপিএল শুরুর আগেই নতুন ঝামেলায় ধোনির চেন্নাই

আইপিএলের স্থগিত আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ। এর আগে মহা ঝামেলায় পড়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ শুক্রবার (১৩ আগস্ট) তাদের আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেশটিতে পা রাখার অনুমতিই পায়নি তারা! চেন্নাইয়ের কর্মকর্তারা এখন অনুমতির জন্য বিসিসিআইয়ের কাছে ধর্ণা দিচ্ছেন।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথন বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা আরব আমিরাতে পা রাখার অনুমতি পাইনি। আমরা সবসময় বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। বোর্ডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে যোগাযোগ করা হচ্ছে। আশা করি দ্রুতই এর একটা সমাধান পাওয়া যাবে।’

আইপিএলের গত আসরেও চেন্নাই বাকি দলগুলোর চেয়ে অনেক আগেই আইপিএল খেলতে আমিরাতে গিয়েছিল। এর আগে চেন্নাইয়ে হয়েছিল তাদের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু আইপিএলের মঞ্চে ধোনিরা ব্যর্থ হয়েছিলেন। চলতি আইপিএলে ৭ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের অবস্থান ২ নম্বরে। দিল্লির কাছে হেরে আসর শুরু করলেও তারা টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে।


alokito tv

Pin It on Pinterest