হাতীবান্ধায় ইজারাদারের ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

(হাতীবান্ধা উপজেলা)প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় হাটে অতিরিক্ত টোল আদায় করায় ইজাদারের অর্থদন্ড করা হয়েছে। এ সময় ইজারাদারের ৪হাজার টাকা অর্থদন্ড করা হয়। গত ২৬ ডিসেম্বর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদার আমিনুর রহমানের অর্থদন্ড প্রদান করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন। অভিযুক্ত আমিনুর রহমান উপজেলার সিন্দুর্না গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। জানাগেছে, হাতীবান্ধা হাট থেকে ইলিয়াস বসুনিয়া একটি ছাগল ক্রয় করেন। সেই ছাগল ক্রয় বাবদ ইজারাদারের লোকজন ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১০০টাকা করে মোট ২০০টাকা আদায় করেন। তবে সরকারী নিয়ম অনুযায়ী ইজারাদার শুধুমাত্র ত্রেতার নিকট থেকে ৬০টাকা আদায় করবে। এ ঘটনায় গত ৩নভেম্বর ভুক্তভোগী ইলিয়াস বসুনিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও বৃহস্পতিবার ইজারাদারের ৪হাজার টাকা অর্থদন্ড করেন। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজারাদার অতিরিক্ত টোল আদায় করছে। এই মর্মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভোক্তার অভিযোগ প্রমান হওয়ায় ইজারাদারের ৪হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest