পিএসজি নয়, রিয়ালে ফিরছেন রোনালদো!

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

পিএসজি নয়, রিয়ালে ফিরছেন রোনালদো!

চলতি দলবদল মৌসুমের আর বেশি দিন বাকি নেই। মৌসুম শেষের ঠিক শেষ মুহূর্তে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে আবারও রিয়াল মাদ্রিদে আনতে চান ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগুইতো’ গতকাল স্থানীয় সময় রাত ১২ টায় এমনি বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। রোনালদো ইতালির ক্লাব জুভেন্টাসে যাওয়ার খবরটিও সর্বপ্রথম এই স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছিল।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা বেলায় এল চিরিংগুইতো জানিয়েছিল, রোনালদোকে নিয়ে একটি বড় খবর তারা হাতে পেয়েছে। যা স্থানীয় সময় রাত ১২ টায় প্রকাশ করা হবে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রোনালদোকে নিয়ে ট্রেন্ডিং শুরু হয়। সকলে ধারণা করেন, হয়তো ইতালি ছেড়ে ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন রোনালদো। তবে শেষ পর্যন্ত গুঞ্জন থেমেছে অন্যখানে। সংবাদমাধ্যমটি জানায়, পিএসজি নয়, রোনালদো ফিরছেন মাদ্রিদে! আর তাকে দলে চায় খোদ দলটির কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদে অবিশ্বাস্য সময় কাটানোর পর ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি থেকে ২০১৮ সালে নতুন ঠিকানায় পাড়ি জমান রোনালদো। বিদায়বেলায় রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন রোনালদো। সোমবার এল চিরিংগুইতো’র সাংবাদিক এডু আগুইরি ক্রিশ্চিয়ানো রোনালদোর খুবই কাছের বন্ধু এবং পর্তুগিজ মহাতারকার রিয়াল ছাড়ার ঘোষণা প্রথম তিনিই বলেন। তাই এডু আগুইরির এমন সংবাদে নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব।

মঙ্গলবার ভোরেই এডু আগুইরি বলেন, কার্লো আনচেলত্তি আবারও রোনালদোকে লস ব্লাংকোস শিবিরে চান। তবে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্টিনো পেরেজের পরিকল্পনায় এখন শুধুই কিলিয়ান এম্বাপ্পেকে ঘিরে। যদি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট এই বিষয়ে পজিটিভ হোন, তবে রোনালদো রিয়ালে আসতে মৌখিকভাবে রাজি।


alokito tv

Pin It on Pinterest