ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ওমর ফারুক, রাজশাহী : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস ও বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার দুপুর ১২ টার দিকে নগরীর মালোপারাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নগর ও জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। সেইসাথে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির সমাবেশের অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST