বিলাসবহল গাড়ি কিনে আলোচনায় নায়িকা রুবিনা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

বিলাসবহল গাড়ি কিনে আলোচনায় নায়িকা রুবিনা

নিজের জন্য বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। পরীমণির গ্রেপ্তারের ঘটনায় যখন চলচ্চিত্রপাড়া উত্তাল তখনই বিলাসবহুল গাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন নিঝুম রুবিনা। অবশ্য দামি গাড়ি কেনা নিয়ে কোনো গোপনীয়তা করেননি নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িটির বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

তার নতুন গাড়ির মডেল ‘কিয়া সনেট ২০২১’। বর্তমানে বাংলাদেশে এর বাজারমূল্য ৪৩ লাখ টাকা। গাড়িটি অনলাইনে অর্ডার করে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে তুললেন রুবিনা। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।তিনি বলেন, ‘ঈদের আগেই গাড়িটি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে দেরি হলো। অনেক দিন অপেক্ষার পর শখের গাড়িটি পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

সম্প্রতি নায়িকাদের আয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ ব্যাপারে নিঝুম বলেন, ‘গাড়িটি কেনার জন্য ব্যাংক লোন নিয়েছি। এছাড়া পুরোনো গাড়িটা ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। লোন নিয়েছি ১৮ লাখ টাকা। ৩৫ লাখ টাকা এখানেই। বাকি ৮ লাখ টাকা আমি অ্যাড করেছি। এতো বছর ধরে কাজ করছি ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার নয়। আশা করি এখন আর কোনো প্রশ্ন থাকবে না গাড়ি কেনা নিয়ে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest