রাজশাহীতে ৩৮৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

রাজশাহীতে ৩৮৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ওমর ফারুক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ৩৮৮৫ পিস ইয়াবাসহ সুকুমার রায় (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার বাবু লালের ছেলে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে আরএমপির দামকুড়া থানার নতুন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুকুমার রায়কে ৩৮৮৫ পিস ইয়াবাসহ আটক করে। আটক আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest