গৌতম সাহার কোরিওগ্রাফিতে কানাডিয়ান ফ্যাশন ব্র্যান্ড এরিয়ন ওয়্যারের ফটোশুট

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

গৌতম সাহার কোরিওগ্রাফিতে কানাডিয়ান ফ্যাশন ব্র্যান্ড এরিয়ন ওয়্যারের ফটোশুট

শনিবার (২১ আগস্ট) গৌতম সাহার কোরিওগ্রাফিতে কানাডিয়ান ফ্যাশন ব্র্যান্ড এরিয়ন ওয়্যারের ফটোশুটে অংশ নেন তিনি। ক্যামেরায় ছিলেন ফ্যাশন ফটোগ্রাফার বুলবুল আহমেদ। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মডেল নিহাফ। নাটক-সিনেমার শুটিংয়ের পাশাপাশি মডেল ফটোগ্রাফির কাজও বন্ধ ছিলো। লকডাউন তুলে নেওয়ার পর অন‌্যদের মতো আবারো ব্যস্ত হয়ে উঠেছেন নিহাফ।

গৌতম সাহা বলেন, ‘করোনার কারণে আমাদের অনেক শুট বাতিল হয়ে যায়। লকডাউনের কারণে পুরো সময় বাসায় কাটিয়েছি। এবার ঈদের শুট করতে পারিনি। লকডাউন তুলে নেওয়ার পরই বেশ কয়েকটি কাজের কথা ফাইনাল করেছি। তার কয়েকটি কাজও শেষ করেছি।’ তিনি আরো বলেন, ‘গতকাল কানাডিয়ান ব্র্যান্ড এরিয়ন ওয়্যারের ফটোশুট করেছি। এর মাধ্যমে প্রথমবার কানাডিয়ান ব্র্যান্ডের শুট করলাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, একটা ভালো কাজ উপহার দেয়ার জন্য।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest