ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
আল-কারিয়া চৌধুরী, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে পরশ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে দক্ষিণ কানুপুর গ্রামে ঘটনাটি ঘটে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ২ বছর বয়সী পুত্র মো. পরশ বাড়ির উঠানে খেলা করছিল। এক সময় খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশের একটি মুরগির খামারের ছোট ডোবায় দুর্ঘটনাবশত পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারে লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে ওই মুরগির খামারের ডোবায় শিশুটিকে ভাসতে দেখতে পায়। এসময় দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST