রাতেই দেশে ফিরছেন সাকিব

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

রাতেই দেশে ফিরছেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মধ্যরাতে দেশে ফিরবেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রেখেই উঠে যাবেন টিম হোটেল ‘ঢাকা ইন্টারকন্টিনেন্টালে’। আজ মঙ্গলবার সকালে তিন দিনের কোয়ারেন্টিন শুরু করেছে বাংলাদেশ দল। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, সাকিব আজ মঙ্গলবার (২৪ আগস্ট) রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন।

হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ২৭ আগস্ট শুক্রবার প্রথম প্র্যাকটিস সেশনেও অংশ নেবেন সাকিব। উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজ খেলে গত ১১ আগস্ট মধ্যরাতে স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। পরিবারের সান্নিধ্যে দুই সপ্তাহ কাটিয়ে হোম সিরিজ খেলতে আবারও ফিরে আসছেন তিনি। এ সিরিজের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের।


alokito tv

Pin It on Pinterest