গত পাঁচ বছরের তুলনায় রাজশাহী বোর্ডে কমেছে পাশের হার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

গত পাঁচ বছরের তুলনায় রাজশাহী বোর্ডে কমেছে পাশের হার
ওমর ফারুক, রাজশাহী : গত ৫ বছরের তুলনায় এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের কমেছে। এ বছর রাজশাহী বোর্ডে পাশের হার ছিল ৯৪ দশমিক ১০ শতাংশ। ২০১৮ সালে ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ, ২০১৭ সালে ছিল ৯৫ দশমিক ৫৪ শতাংশ, ২০১৬ সালে ছিল ৯৭ দশমিক ৬৮ শতাংশ, ২০১৫ সালে ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ ও ২০১৪ সালে ছিল ৯৫ দশমিক ৩২ শতাংশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) এর ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন, রাজশাহী বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীস রঞ্জন রায়। এ সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest