রাজশাহী শিক্ষা বোর্ডঃ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হার মানেনি ওরা ৪১ জন

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

ওমর ফারুক, রাজশাহী : দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী হয়েও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ জন সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। এরমধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) এর ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান, রাজশাহী বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীস রঞ্জন রায়। তিনি বলেন, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী মোট ৪৩ জন পরীক্ষার্থী রাজশাহী বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪১ জন সাফল্যের সাথে কৃতকার্য হয়। মাত্র ২ জন ফেল করে। এ ছাড়া কিশোর অপরাধে জেলে থাকা ৪ জন পরীক্ষায় দিয়ে জনই পাশ করেছে।

মুজিব বর্ষ

Pin It on Pinterest