বন্ধু -আব্দুল গফফার খান

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

বন্ধু -আব্দুল গফফার খান

আলোর পথে চলতে গিয়ে
যে তোমাকে সাহস দিবে
তাকে তুমি ভুলবে না।

চলতে গিয়ে হোঁচট খেয়ে
পড়তে গেলে হাত বাড়িয়ে ধরবে যিনি
তাকে তুমি ভুলবে না।

খুঁটি-নাটি দোষত্রুটি হলে পড়ে
ধরে বসে থাকবে না
তাকে তুমি ভুলবে না।

অন্ধকারকে ভয় পেলে চলবে না
তাই বলে কী রাতের শেষে
দিনের আলো জ্বলবে না?

শত দুখেও যে তোমাকে
ছেড়ে দিয়ে চলবে না
তাকে তুমি ভুলবে না।

যে তোমাকে থমকে দিবে
বদ্ধ ঘরে দিন কাটাতে
পথ চলা আটকে দিবে
সে তো তোমার বন্ধু না।

পান থেকে চুন খসলে পড়ে
পিছের কথা ভুলে গিয়ে
ঠুনকো দোষও খাড়া করে
সে তো তোমার বন্ধু না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest