আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই

বর্তমান সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে কারো সঙ্গে তার নাম জড়াতে শোনা যায়নি। এদিকে, প্রেম প্রসঙ্গে আলাপকালে একটি গণমাধ্যমকে সাফা কবির জানান, ‘আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনো একাই আছি। প্রেম করছি না।’

গত রোববার (২৯ আগস্ট) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন প্রেমবিষয়ক প্রশ্নের জবাব দিয়েছেন সাফা কবির। সেদিন সেই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে, প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করতে পারেন। বিয়ে নিয়ে আমি দুইটাতেই বিশ্বাসী।’

সাফার এবারের জন্মদিনে তার কাছের বন্ধু ও পরিবারের লোকজন দিনের শুরুতেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছেন। অনেকগুলো কেক কাটতে হয়েছে তাকে। কিন্তু বিশেষ এই দিনটি সাফার উদ্‌যাপন করতে ইচ্ছা করে না। তবুও ঘরোয়াভাবে উদ্‌যাপন করতে হয়। জন্মদিনের এই বিষয়টি নিয়ে প্রতি জন্মদিনেই বন্ধুদের সঙ্গে মান–অভিমান হয় এই অভিনেত্রীর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest