পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে কোচশূন্য হয়ে পড়ল পাকিস্তান। আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি। এর কিছুক্ষণ পরই পাকিস্তানের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মিসবাহ উল হক ও ওয়াকার ইউনুস।

কদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন ব্যস্তসূচির আগে নতুন কোচ নিয়োগে দেরি করতে চায় না পিসিবিও। দেশি কোচের চেয়ে একজন বিদেশি প্রধান কোচ নিয়োগ দেওয়ার পক্ষে তারা।

ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও দলটির সাবেক প্রধান কোচ পিটার মুরসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া চিন্তা ভাবনা করছে পিসিবি। ওয়াকার ইউনুসের পরিবর্তে বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে নিয়োগ দেওয়া হতে পারে।

আজহার মাহমুদ বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর পিসিবির নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার রমিজ রাজা। এহসান মানির পরিবর্তে রমিজ রাজা দায়িত্ব নিলে পিসিবিতে বেশ কিছু জায়গায় পরিবর্তন হতে পারে। হয়তো সেই শঙ্কা থেকে আগে ভাগেই সরে দাঁড়িয়েছেন মিসবাহ-ওয়াকার।


মুজিব বর্ষ

Pin It on Pinterest