বিধ্বংসী অ্যালেনকেও ফেরালেন নাসুম

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

বিধ্বংসী অ্যালেনকেও ফেরালেন নাসুম

চতুর্থ টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের সমতা ফেরাতে জিততেই হবে নিউজিল্যান্ডকে।

অন্যদিকে এই ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এতে করে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। কিউইদের স্কোর ৩ ওভারে ১৬ রান।

শুরুতেই নাসুমের আঘাত
নিউজিল্যান্ডের ইনিংসে বোলিং শুরু করেন স্পিনার নাসুম আহমেদ। চতুর্থ বলেই রচিন রবীন্দ্রকে (৫ বলে ০) ক্যাচে পরিণত করেন তিনি। অসাধারণ এক ক্যাচ নেন সাইফউদ্দিন।

বিধ্বংসী অ্যালেনকেও বিদায় করলেন নাসুম
নিউজিল্যান্ডের বর্তমান দলের বিধ্বংসী ব্যাটসম্যান ফিন অ্যালেন আবারো হতাশ করলেন কিউইদের। তাকে দ্রুত ফিরিয়ে দিলেন নাসুম আহমেদ। ৮ বলে ১২ রান করে সাইফউদ্দিনকে ক্যাচ দেন অ্যালেন।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই
তৃতীয় ম্যাচের একাদশই খেলাবে বাংলাদেশ। এ ম্যাচে দলে তাই কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দলে দুই পরিবর্তন
জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।


মুজিব বর্ষ

Pin It on Pinterest