ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ডেরায় কিউইদের পেলেই হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০১০-১১ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-০তে। এরপর ১৩-১৪ সালেও কিউইদের বাংলাওয়াশ করে টাইগাররা।

বাংলাদেশ জিতেছিল ৩-০তে। লক্ষ্য ছিল টি-টোয়েন্টিতেও বাংলাওয়াশ। কিন্তু কিউইরা তৃতীয় ম্যাচে না জিতলে ফল সেদিকেই গড়াচ্ছিল। তবে বাংলাদেশের প্রাপ্তি কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। সিরিজের চতুর্থ ম্যাচে ল্যাথামের দলকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

সফরকারীদের ৯৪ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৬ উইকেট হাতে রেখেই। ৪৩ রান করে বাংলাদেশের সিরিজ নিশ্চিত করেই মাঠ ছাড়েন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। শেষের দিকে তার সঙ্গী ছিলেন আফিফ হোসেন। বিস্তারিত আসছে…


alokito tv

Pin It on Pinterest