সড়ক দুর্ঘটনায় আহত নায়িকা উষ্ণ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

সড়ক দুর্ঘটনায় আহত নায়িকা উষ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের নবাগত চিত্রনায়িকা উষ্ণ হক। এতে মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন বলেন জানিয়েছেন তিনি। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাওয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

চিত্রনায়িকা উষ্ণ হক বলেন, শনিবার রাতে আমি মাওয়া হাইওয়ে দিয়ে আসছিলাম। এমন সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আমার গাড়িতে এসে আঘাত করে। তখন গাড়িতে আমি ও আমার ড্রাইভার ছিলাম। তিনি বলেন, আমি মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছি। পাশাপাশি আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বড় কিছু ঘটেনি।

চিত্রনায়িকা উষ্ণ হক ‘সিক্রেট এজেন্ট’ ও ‘ওস্তাদ’ শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করেছেন। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest