১লা অক্টোবর মুক্তি পাচ্ছে ‘চোখ’

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১

১লা অক্টোবর মুক্তি পাচ্ছে ‘চোখ’

নিরব, শবনম বুবলি ও জিয়াউল রোশান অভিনীত ‘চোখ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১লা অক্টোবর। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে । রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র। যার কারণে বেশ উচ্ছ্বসিত তিনি।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। ঈদের সময় ‘চোখ’ মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেটা সম্ভব হয়নি। পরিস্থিতি যেহেতু এখন কিছুটা স্বাভাবিক তাই এটা মুক্তি পাচ্ছে।

নীরব, শবনম বুবলি, রোশান তিনজনই এই সিনেমাতে গতাণুগতিক বানিজ্যিক ছবির মতো অভিনয় করেননি। তারা একদম সাবলীল অভিনয় করেছেন। এখন দর্শক যদি পছন্দ করে তাহলে কষ্টটা স্বার্থক হবে। তাদের অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest