বিজ্ঞান গবেষক ড.ইকবাল জামানের রচনায় সব সোমার দোষ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

বিজ্ঞান গবেষক ড.ইকবাল জামানের রচনায় সব সোমার দোষ

সম্প্রতি শূটিং সম্পন্ন হয়ে ড.ইকবাল জামানের রচনায় এবং রানা ইব্রাহিমের চিত্রনাট্য ও পরিচালনায় “সব সোমার দোষ” শিরোনামে টেলিছবির। কালিগন্জের মনোরম লোকেশনে টেলিফিল্মটিতে অভিনয় করেন কাজী নওশাবা, মৌ শিখা, মোশারফ হোসেন খান রকি সহ অনেকে।

স্কুলে পড়া এক মেয়ের মনোজগত এবং তার নানা টানা পোড়েন নিয়ে নির্মিত এ টেলিফিল্মে কাজী নওসাবা কে দেখা যাবে স্কুলে পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে। টেলিছবিটি রচনা করেছেন জাপান প্রবাসী বিজ্ঞানী ড.কাজী ইকবাল জামান।তিনি জাপান থেকে অসাধারণ সব গল্প লিখে প্রযোজনা করে যাচ্ছেন নিয়মিত। গল্পটি প্রসঙ্গে কাজী নওশাবা বলেন অসাধারন একটি গল্পে কাজ করলাম। এ রকম গল্পে এ দেশে খুব একটা কাজ হয়েছে বলে আমার জানা নেই


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest