দাকোপে নতুন মহিলা প্রার্থীর আত্মপ্রকাশ।

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

গোলাম মোস্তফা খান,খুলনা।
আসছে খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপ ও কয়রার ১,২,ও ৩ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে দাকোপের আওয়ামীলীগ কর্মী জয়শ্রী রায় আত্মপ্রকাশ করে নেতাকর্মীদের মিষ্টি মুখ করিয়েছেন
আজ বৃহস্পতিবার ডাকবাংলা মোড়স্থ কার্যালয়ে।
উচ্চ শিক্ষিত,মিষ্টভাষী, সদাহাস্যজ্জল জয়শ্রী রায় তাপস হালদারের সহধর্মিনী। বাড়ি দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। জয়শ্রী জানান মানুষের সেবার নামে বর্তমানে নানা ধরনের প্রতারনা চলছে।সেবার নামে নিজের আখের গোছায়। এটাকে নির্বাসনে পাঠাতে জনপ্রতিনিধিদের প্রকৃত কাজ জনসেবা সেটা প্রমান করতে আমি প্রার্থী হয়েছি। এ সময় সাবেক এমপি ননী গোপাল মন্ডল,গোলাম মোস্তফা খান,শিবেন্দ্র প্রসাদ রায়,আফজাল হোসেন খান,অমিত সাহা,আসগর হোসেন সাব্বির,মহিউদ্দিন খান,শচীন্দ্রনাথ মন্ডল সহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest