খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপের ভোটাররা ত্যাগি যোগ্য প্রার্থী দেখতে চায়।

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

গোলাম মোস্তফা খান,
দাকোপ,খুলনা।

আসছে খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপের ভোটাররা যোগ্য, ত্যাগি প্রার্থী দেখতর চায়, শুধু টাকা নয়। বেশ কয়েকজন ভোটার বলেছেন টাকার লোভ এখন থেকেই দেওয়া হচ্ছে কিন্তু জনগন আমাদের অনেক আশা নিয়ে নিয়ে নির্বাচিত করেছেন হঠাৎ গজিয়ে উঠা যাকে তাকে, অর্থাৎ অযোগ্য কোন প্রার্থী টাকা নিয়ে হাজির হলেই ভোট দিতে পারবো না,যোগ্য এবং সত্যিকারের রাজনৈতিক দীর্ঘকালের ত্যাগি মাঠে ময়দানের ব্যাক্তি হতে হবে তানা হলে তাদের টাকা পানিতে যাবে। গতবারের সাথে এবারের ভোটের তুলনা করলে চলবে না। আমাদেরও তো স্বাধীনতা আছে ব্যাক্তিত্ব আছে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। বিগত দিনের ইতিহাসের আলোকে ভোটার ও ত্যাগি নেতাকর্মীরা এমন আলোচনা সমালোচনা করে চলেছেন হাটে,মাঠে,ঘাটে,চায়ের দোকান সহ উপজেলার সর্বত্রই। উল্লেখ্য ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ৯/১০ জন সাধারন সদস্য ও ৬/৮ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করে ভোটারদের বাড়ি যাওয়া শুরু করেছেন।এদের মধ্যে আবার ৩/৪ জন পুরুষ প্রার্থী ভোটারদের নানা আশ্বাস প্রলোভন এখন থেকেই দেওয়া শুরু করেছে বলে খোদ ভোটাররা জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest