ইমতু-প্রীতির মিউজিক ভিডিও ‘কতটা ভুল’

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

ইমতু-প্রীতির মিউজিক ভিডিও ‘কতটা ভুল’

গায়ক ও সঙ্গীত পরিচালক প্রত্যয় খান ও স্বরলিপির নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের শিরোনাম ‘কতটা ভুল’। এইচ এম রিপনের কথায় গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রত্যয় নিজেই। ভিডিওতে ইমতু রাতিশ ও প্রীতি এর উপস্থিতি রয়েছে। গানের ভিডিও নির্মাণ করেছেন মাই সাউন্ড স্কোয়াড টিম।

প্রত্যয় বলেন, ‘কতটা ভুল’ স্যাড রোমান্টিক গান। এটি একেবারে ভিন্ন স্বাদের গান। সবমিলিয়ে সবার ভালোলাগার মতো একটি গান। আশা করছি, দর্শক গানটি পছন্দ করবেন।

অডিও-ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ডের মিউজিক ইউটিউব চ্যানেলে গানচিত্রটি ৩১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫ টায় অবমুক্ত হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest