বিপিএলে কে কোন দলের অধিনায়ক

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

স্পোর্টস ডেস্ক :
২০জানুয়ারি ২০২২, ১১ঃ১৫ অনলাইন
বিপিএল

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই জৈব-সুরক্ষা বলয়ে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

এবারের বিপিএলে কোনো নতুন অধিনায়ক নেই। প্রথমবারের মতো ফরচুন বলিশালে খেলবেন সাকিব আল হাসান। দলের নেতৃত্বেও থাকছেন তিনি।

আগের আসরে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এবার প্রথম খেলবেন ঢাকার হয়ে। দলটির নেতৃত্বেও থাকছেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক।

খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।

২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা উপহার দেওয়া অধিনায়ক ইমরুল কায়েসের কাঁধেই থাকছে এবারের নেতৃত্ব।

এনিয়ে দ্বিতীয়বারের মতো সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজের কাঁধেই দেওয়া হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব।

ছয় দলের কোচ হিসেবে থাকছেন কুমিল্লায় মোহাম্মদ সালাউদ্দিন, অতীতে ঢাকার কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন এবার কোচ হয়েছেন বরিশালের। ঢাকার দায়িত্বে থাকছেন সাবেক পেসার মিজানুর রহমান বাবুল।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কোচ হয়েছেন খুলনার। চট্টগ্রামের কোচ হয়েছেন পল নিক্সন। প্রথমবারের মতো বড় কোনো আসরে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জনে সিলেট দলের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার মার


মুজিব বর্ষ

Pin It on Pinterest