বুধবার আসছেন আফগান বিস্ময় স্পিনার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

বুধবার আসছেন আফগান বিস্ময় স্পিনার

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
বুধবার আসছেন আফগান বিস্ময় স্পিনার
আগেই জানা, তিনি চট্টগ্রামপর্ব থেকে খেলবেন। বাস্তবে হচ্ছেও তাই। ফরচুন বরিশালের আফগান রিক্রুট মুজিব উর রহমানকে বিপিএলের ঢাকাপর্বে দেখা যাবে না, চট্টগ্রামপর্বেই মাঠে নামবেন। ক্রিস গেইল একদিন আগেই এসে গেছেন। পরদিন দুপুরে মাঠেও নেমেছেন। দলকে জেতাতে না পারলেও সোমবার মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের টপ স্কোরার ছিলেন এ ক্যারিবিয়ান কিংবদন্তি। এবার বরিশালের আরেক হাইপ্রোফাইল ফরেন রিক্রুট মুজিব উর রহমান যোগ দিচ্ছেন দলের সঙ্গে। আগামীকাল (বুধবার) বাংলাদেশে পা রাখবেন আফগানিস্তানের এই বিস্ময় স্পিনার। ফরচুন বরিশালের একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

আজই (মঙ্গলবার) শেষ হচ্ছে ঢাকায় বিপিএলের প্রথমপর্ব। তিনদিন বিরতির পর চট্টগ্রামপর্ব শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। বরিশালের ম্যাচ তার পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি। খুলনা টাইগার্সের বিপক্ষে ওই ম্যাচেই মাঠে নামার কথা মুজিবের।

বরিশাল দলে মুজিব সতীর্থ হিসেবে পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলের মতো বড় তারকাদের


alokito tv

Pin It on Pinterest