ঢাকা ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ খুলনা
দাকোপ সদর চালনাবাজারে নির্বাহী কর্মকর্তার বাস ভবনের পাশেই লেকে ময়লা দূর্গন্ধযুক্ত পানি ও কচুরিপানায় ভর্তি হয়ে আছে দীর্ঘকাল।এই লেকে প্রতিদিন এলাকার শত শত লোক গোসল করলেও উপজেলা প্রশাসন ও পৌরসভা ভবনের কাছেই এ অবস্থার সৃষ্টি হলেও বিষয়টির সঠিকভাবে কেউ সমাধান করছেন না বলে এলাকার ভুক্তভোগিদের অভিযোগ। লেকের পাশেই বসবাসরত দোকানদার ও আবাসিক এলাকার লোকজন জানান কিছুকাল আগে কচুরিপানা কিছুটা পরিস্কার করলেও তা ভালভাবে সম্পূর্ন টুকু না করায় লেকের দক্ষিনদিকে আবার ভর্তি হয়ে গেছে এবং পানিপচে দূর্গন্ধ ছুটছে দিনরাত । এলাকাবাসি আরো জানান একটি উপজেলা সদরের কেন্দ্রবিন্দুতে একটি লেকের হাল এমন হয়ে থাকাটা সত্যিই দুঃখজনক ঘটনা,আমনা সত্তর এর প্রতিককার চাই।নিউজের সাথে ছবিটি আজ মঙ্গলবার বেলা ১টার সময় তোলা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST