ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পণা নিয়েছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। খুলনা সওজ এ সংক্রান্ত একটি প্রকল্প তৈরী করেছে। যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদন পেলে শিগগিরই টেন্ডার আহবান করা হবে বলে সওজ সূত্রে জানা যায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, খুলনা-চুকনগর-সাতক্ষীরা (আর-৭৬০) আঞ্চলিক মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের অবস্থান। খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উক্ত সড়কটির ৪.০০ কিঃ মিঃ অংশ (ময়লাপোতা মোড় হতে জিরো পয়েন্ট পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়ে ইতিমধ্যে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং গল্লামারীতে নির্মিত মহান স্বাধীনতার স্মৃতিসৌধটি এই মহাসড়কের পার্শ্বে অবস্থিত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST