খুলনার দাকোপ সদরের প্রধান সড়কের বেহাল দশা যুগ যুগ পর মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

খুলনার দাকোপ সদরের প্রধান সড়কের বেহাল দশা যুগ যুগ পর মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে প্রশ্ন

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা

খুলনার দাকোপ উপজেলা সদরের বৌমার গাছতলা টু পোদ্দারগঞ্জের পশ্চিমপার খেয়াঘাট পর্যন্ত রোডসের গুরুত্বপুর্ন রাস্তাটি যুগের পর যুগ সংস্কার না করায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকে। দীর্ঘকাল লেখালেখির কারনে বর্তমানে টেন্ডারের পর খুড়াখুড়ির কাজ চলছে। সদরের একমাত্র সড়কটি খুড়ে ফেলে রাখায় প্রতিদিন সবধরনের যানবাহন এমনকি পায়ে হেটে মানুষের চলাচল অনেক কষ্টের বিষয় হয়ে দাড়িয়েছে। প্রথমদিকে আচাভুয়া এলাকায় যেটুকু খুড়া হয়েছিল সেটা খোয়াবালি দিয়ে উচু না করে কোনমতে ঘসাঘসি করে রেখেছে। কাজ করছে এমন একজন শ্রমিকের কাছে এ প্রতিনিধি জানতে চায় আর উচু কতটুকু হবে উত্তরে জানায় ৬”। কিন্ত রাস্তার পাশের ড্রেন ৪ ফুটের মত উচু তাহলে ৬ বা ৮ ” এতকাল পর রাস্তা উচু করলে তো উপকুলিয় এ এলাকায় কোন কাজে আসবে না।সামান্য ঝড় ঝাপটায় বা বন্যায় ওয়াপদার ভিতর পানি ডুকে গোটা পৌরসভাসহ আরো কয়েকটি ইউনিয়ন ডুবে য়েতে পারে। ডাকবাংলা মোড় আচাভুয়াবাজারের ২ জন ব্যবসায়ী জানালেন রাস্তা খুড়ে কয়েকটি নামমাত্র ঘসা দিয়ে ফেলে রাখা যাবে না আর সিডিউল মোতাবেক রাস্তা উচু করে ড্রনের সাথে খাপ খাওয়াতে কাজ করতে হবে নইলে এলাকাবাসি কোনভাবেই মানবে না। উত্তরে ঠিকারের প্রতিনিধি কোন উত্তর না দিয়ে তাদের মত কাজ চালিয়ে যেতে বলে। এমনি হালে দাকোপ সদরের কাজ চলছে, দেখভালের কেউ আছে বলে মনে হয় না। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বরত উদ্ধতন প্রকৌশীর আশু দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার সচেতন মহল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest