ফকিরহাটে আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের উদ্যোগে সল্পমূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

ফকিরহাটে আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের উদ্যোগে সল্পমূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ-বাগেরহাটের ফকিরহাটে শিক্ষার্থীদের স্বল্প মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।বুধবার সকালে ফকিরহাটের আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের উদ্যোগে মূলঘরের ৩ টি সরকারী স্কুলে সল্প মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করা হয়।
বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে তাদের ব্লাড গ্রুপ জেনে নিয়েছে।
রক্তের গ্রুপ জানতে আসা স্কুল শিক্ষার্থী জীৎ বর্মন বলেন,আমাদের ইউনিক আইডির জন্য স্কুলে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম।

এ বিষয়ে ৪৩ নং ফলতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পনা রায় বলেন আমাদের ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি তৈরির জন্য রক্তের গ্রুপ টেষ্ট প্রয়জন,আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের মাধ্যমে সল্প মূল্যে আমাদের ছাত্র-ছাত্রীরা গ্রুপ টেস্ট করতে পারছে। ক্লিনিকের লোক আমাদের প্রতিষ্ঠানে এসে বাচ্চাদের রক্তের গ্রুপ টেস্ট করছেন।

এ বিষয়ে আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের ব্যবস্থাপক শেখ আকরাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমরা ছাত্র-ছাত্রীদের স্বল্পমূল্যে রক্তের গ্রুপ টেস্ট করছি। ছাত্র-ছাত্রীদের জন্য এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। নিজ বিদ্যালয়ে রক্তের গ্রুপ টেস্ট করাতে পেরে ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest