ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপে সদরের মাছ কোম্পানী থেকে বৌমার গাছতলা পর্যন্ত রাস্তার কাজ দীর্ঘ প্রায় ২যুগ পর মোটা অংকের বাজেটের মাধ্যমে রোডস কাজ শুরু করলেও চলতি কাজে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। শুরুতে ড্রেনের ঢালায়ের কাজে নিন্মমানের খোয়া,না ধুয়ে ঢালাই দেয়।বর্তমানে রাস্তার দুপাশে ইট সোলিং করে যে পাথরবালি ফেলছে সেখানেই বেশ অনিয়ম বলে বাজারের অনেক ব্যবসায়ী অভিযোগ করেছে।৬” খোয়া বালি সকল জায়গায় সমান ফেলানোর কথা থাকলেও রাস্তার বুক আগে থেকে উচু করে সিষ্টেম করে রাখায় রাস্তার সাইডে ৫/৬” আর মাঝখানে কোনভাবেই দুই আড়াই ইঞ্চির বেশি পাথরের খোয়া পড়ার কোন সম্ভাবনা নেই।তা ছাড়া গত ২ দিন যে খোয়া ফেলেছে তা সাইজে বড় অথচ তার সাথে বালি না মিশিয়ে বড় বড় শুধুই খোয়া ছড়ানো হয়েছে।এমন হালে চলছে দাকোপ সদরে রোডসের কাজ। এদের তদারকির লোক বা কোন প্রতিনিধি কখনও খুজে পাওয়া যায় না,লেবারদের দায়িত্ব দিয়ে তারা লুকিয়ে লুকিয়ে বেড়ায়।রোডসের কাজেরই নাকি এমনি সিষ্টেম, এদের বিরুদ্ধে অভিযোগে করে নাকি কোন লাভ হয়না।সব নাকি বড় বড় নেতার আত্বিয় স্বজনরা এসকল কাজ পেয়েছে।অপরদিকে বৌমার গাছতলা থেকে কেসি স্কুল অভিমুখে রাস্তার কাজটি দীর্ঘদিন খোয়া ঘসে ফেলে রাখায় আর এ রাস্তা দিয়ে হেবিওয়েটের গাড়ি,ট্রাক চলায় ধুলায় রাস্তার দুপাশের মানুষের বসবাসের সম্পুর্ন অযোগ্য হয়ে পড়েছে দেখার কেউ নেই গ্রামবাসির মন্তব্য।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST