বেনাপোলে বোমাবাজির ঘটনায় আটক-৭

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

বেনাপোলে বোমাবাজির ঘটনায় আটক-৭

যশোর অফিসঃ গত ২৮ মার্চ বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন, বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃতঃ মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী, ভবেরবেড় গ্রামের মৃতঃ ইস্রাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন এবং দিঘীরপাড় গ্রামের মৃত খালেকের ছেলে ইফতেখার রনি।

পুলিশ জানায়, বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় বন্দর এলাকায় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আর হয় ১০ জন।
পরের দিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে এবং সিসিটিভি ফুটেজ দেখে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে আটক করে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest