মেডিকেলে দেশসেরা খুলনার মীমকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

গোলাম মোস্তফা খান,খুলনা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম।
বুধবার (৬ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার তার সম্মেলন কক্ষে দেশসেরা মীমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জেলা প্রশসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনার মীম দেশে প্রথম হয়েছে, এটা আমাদের কাছে আনন্দের সংবাদ। শুভকামনা জানানো জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবর্ধনা প্রদানকালে জেলা প্রশাসক ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করায় সুমাইয়া মোসলেম মীমকে অভিনন্দন জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় মীমের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা মোসলেম উদ্দীন সরদার ও মা খাদেজা খাতুন।
প্রসঙ্গত, খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন মীম। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে তিনি লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫। দুই বোনের মধ্যে মীম ছোট। তার বাবা মোসলেম উদ্দীন ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং মা খাদেজা খাতুন যশোরের কেশবপুর পাজিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত। বড় বোন সাবিহা মোসলেম বৃষ্টি। মীমের লেখাপড়ার জন্য দুই বছর তারা খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকায় বসবাস করছেন। জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা মীম ও তার বাবা,মাকে অভিনন্দন জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest