ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
নলছিটি হানাদার মুক্ত দিবস পালিত
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা ৮ই ডিসেম্বর হানাদার মু্ক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। যার কারনে নলছিটিতে প্রতিবছর যথাযথ মর্যাদায় এই দিনটিকে নলছিটি হানাদার মু্ক্ত দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে বৃহস্পতিবার( ৮ই ডিসেম্বর) র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সেখান থেকে একটি র্যালী শুরু হয়ে নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগৈর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য(সাবেক) খোন্দকার মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) তাজুল ইসলাম দুলাল চৌধুরী। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আলোচনা সভায় অংশগ্রহন করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST