ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
আজ ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বরিশাল হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের উদ্বোধন করা হয়। পার্কটি উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক লাগোয়া বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বীর মুত্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে পার্কের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও অতিথিবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, নবাগত জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশালের শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST