ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৯টায় চায়না মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পরে পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কুল ,কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রী কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান প্রমুখ।
এরপর আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সন্তানরা উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহন করেন। অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST